ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

 

 

১) সংস্থার নাম - Deskfrog Communications Pvt Ltd 

পোস্টের নাম - সোশ্যাল মিডিয়া ম্যানেজার

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম - Holiday Inn 

পোস্টের নাম - অ্যাসোসিয়েট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে sabyasachi.nag@ihg.com বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 7044474521

 

 

৩) সংস্থার নাম -  Metal17

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

বি.টেক  পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৪) সংস্থার নাম - Pice Educare Pvt Ltd 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে info@piceeducare.com বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে - 9932625163 / 9083247376

 

 

৫) সংস্থার নাম - SkillEnable

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ