ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো? কোথায় যোগাযোগ করবো? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

Job or Business - Everyone needs something to make a living. But what to do? Where to contact? When and where are job openings.

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।


১) সংস্থার নাম : Plastic For Change 

পোস্টের নাম: বিজনেস ডেভেলপমেন্ট লিড

গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম: AD-Ityaadi Creative Solutions 

পোস্টের নাম : জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান, ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

সিভি পাঠাতে হবে এই ইমেইল আইডি তে: 
info@adiityaadi.in অথবা ফোনে যোগাযোগ করতে হবে এই নম্বরে: 8100108145


৩) সংস্থার নাম : Paytm

পোস্টের নাম : ফিল্ড সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম : Bonn Tonn Gourmet 

পোস্টের নাম : সেলস & মার্কেটিং এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম : Sumi Yashshree Hotels & Resorts

পোস্টের নাম : সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ