ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ ভারত ইলেকট্রনিকস লিমিটেডে কর্মী নিয়োগ

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

 

১) সংস্থার নাম -  Banking and NBFC Job 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে rightcareerhr@gmail.com। 

 

 

২) সংস্থার নাম - Rightness Personnel Solutions Pvt Ltd 

পোস্টের নাম - রিলেশনশিপ ম্যানেজার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr3@rightness.in বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9029010891

 

 

৩) সংস্থার নাম -  Freshgraduates.co 

পোস্টের নাম - কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৪) সংস্থার নাম - Butterfly Design Studio

পোস্টের নাম - সিনিয়র গ্রাফিক ডিজাইনার 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫) সংস্থার নাম - Talent Corner HR Services Pvt Ltd

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে sonal.garg@talentcorner.in বা এই নম্বরে 9726002887

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ