ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ (Freshers or Experienced) - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে (Private Job Vacancy) কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


১) সংস্থার নাম - Goroomgo Private Limited

পোস্টের নাম - রিজার্ভেশন এক্সিকিউটিভ

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr.goroomgo@gmail.com বা যোগাযোগ করতে হবে এই নম্বরে - 9147375302।


২) সংস্থার নাম - Thatware 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৩) সংস্থার নাম - Navigo Seminars 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Naukripay Group 

পোস্টের নাম - পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - Tyron

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে info@tyronstore.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ