ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে (Job Update) প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ (Company Recruitment) হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম - Bupa

পোস্টের নাম - এডমিনিস্ট্রেটর/রিসেপশন

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

দমদমে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Nouriture - Anmol Feeds Pvt Ltd 

পোস্টের নাম - টেলিকলার এক্সিকিউটিভ

উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য  যোগাযোগ করতে হবে এই নম্বরে - 8240997708


৩) সংস্থার নাম - Dame Health

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Art Rickshaw

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার

সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - Ray & Martin

পোস্টের নাম - 2D কনসেপ্ট আর্টিস্ট, 2D কনসেপ্ট আর্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য কাজের স্যাম্পল সহ সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে rayandmartin1@gmail.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ