ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম - Zest Learning & Consulting LLP

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

কমপক্ষে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Icosano Home Health Care Pvt Ltd 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ


৩) সংস্থার নাম - Cineverse 

পোস্টের নাম - মিডিয়া সিডিউলার অ্যাসোসিয়েট

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Mariott International 

পোস্টের নাম - ফুড অ্যান্ড বেভারেজ সেলস এক্সিকিউটিভ

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - EssepesSoft 

পোস্টের নাম - গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সহ সংশ্লিষ্ট কাজে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ