Private Job: ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।
১) সংস্থার নাম - Satpalda
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - Saraf Worldwide Pvt Ltd
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে ।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - Erlendis Solutions India Pvt Ltd
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - MN World Enterprise Pvt Ltd
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Manifest Hospitality
পোস্টের নাম - এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now