ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

 

আরও পড়ুনঃ SJVN লিমিটেডে কর্মী নিয়োগ

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

১) সংস্থার নাম -  All IT Solutions

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম -  EduKyu.com

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম -  Cargill

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ - বেকারি 

উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে। 

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৪) সংস্থার নাম - Maheshwari & Associates

পোস্টের নাম - ফ্রন্ট ডেস্ক রিসেপশনিস্ট 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫)  সংস্থার নাম -  MEA Worldwide

পোস্টের নাম - রিয়েলিটি টিভি/এন্টারটেনমেন্ট রাইটার

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাড়ি বসে কাজ করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ