ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

 

১) সংস্থার নাম - Merlin Group 

পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার - কাস্টোমার কেয়ার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

২) সংস্থার নাম - My Job Grow

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr@myjobgrow.com

 

৩) সংস্থার নাম - TopUni Network 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - Somani Realtors

পোস্টের নাম -  কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  লিঙ্ক Apply Now

 

৫) সংস্থার নাম - MarkCos Agency 

পোস্টের নাম - জুনিয়র গ্রাফিক ডিজাইনার
 
সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

হাওড়াতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now   

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ