ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরি বা ব্যবসা - জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকেরই কিছু না কিছু দরকার। কিন্তু কি করবো ? কোথায় যোগাযোগ করবো ? কবে কোথায় চাকরিতে নিয়োগ হচ্ছে ? বা ব্যবসা করার সুযোগ কোথায় পাওয়া যাবে - এই ধরনের খবর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। এই সমস্ত তথ্যের উত্তর জানতে নিয়মিত চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। সম্পূর্ণ তথ্য যাতে একসাথে পাওয়া যায় তার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এই বিশেষ প্রতিবেদন।

 

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

১) সংস্থার নাম - National Fitness and Nutrition Academy

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম -  Vishi Prem Workz

পোস্টের নাম -   বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম -   LIC

পোস্টের নাম -  লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট 

কমপক্ষে মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৪) সংস্থার নাম -  Inceptial Tech

পোস্টের নাম -  টেলিকলার

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে riya@inceptialtech.com

 

 

৫) সংস্থার নাম -  SVF Entertainment

পোস্টের নাম -  গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ