ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ (Freshers or Experienced) - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে (Private Job Vacancy) কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


১) সংস্থার নাম - Network 18 Media and Investment Limited 

পোস্টের নাম - গভর্মেন্ট সেলস 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Cambridge Creation Lab

পোস্টের নাম - অ্যাকাডেমিক রিপ্রেজেন্টেটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান, ইংরেজী ভাষাতে কথা বলার দক্ষতা ও কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি ইমেল করে পাঠাতে হবে এই ঠিকানায় Ivaana@cambridgecreationlab.com


৩) সংস্থার নাম - e-gain Technologies 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

বিজনেস অথবা মার্কেটিং  অথবা সমতুল্য বিষয় গ্র্যাজুয়েশন থাকলে এবং খুব ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Jus' Jumpin Kids Entertainment

পোস্টের নাম - মহিলা সেলস এক্সিকিউটিভ 

হাই স্কুল ডিপ্লোমা, কমিউনিকেশন স্কিল, কম্পিউটারে দক্ষতা এবং ছুটির দিনেও কাজ করার  উৎসাহ থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - Geolife Agritech India Private Limited 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

বিজনেস অ্যাডিনিস্ট্রেশন বা সমতুল্য বিষয় গ্র্যাজুয়েশন থাকতে হবে।

MS অফিস ও CRM সফটওয়্যারে বিশেষ দক্ষতা থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ