ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম - Indus Net Technologies

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

2) সংস্থার নাম - ISOLS Group 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৩) সংস্থার নাম - Anthroplace Consulting Pvt Ltd 

পোস্টের নাম - অফিস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৪ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - S&N Garments Company 

পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান এবং ভালো কমিউনিকেশন স্কিলস ও কম্পিউটারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  লিঙ্ক Apply Now 

 

৫) সংস্থার নাম - SRV Media 

পোস্টের নাম - ইনসাইড সেলস এক্সিকিউটিভ - PR 

গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ