ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

আরও পড়ুনঃ কোল ইন্ডিয়া লিমিটেডে শতাধিক নিয়োগ

 

১) সংস্থার নাম -  IndiaMart InterMesh Limited 

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

কমপক্ষে ৬৫% নম্বর সহ মাধ্যমিক পাশ হলেই এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

২) সংস্থার নাম -  Rentokil Initial Uk

পোস্টের নাম -  সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৩) সংস্থার নাম -  Brookfield Properties

পোস্টের নাম -  ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে। 

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৪) সংস্থার নাম -  Globsyn Business School 

পোস্টের নাম -  কর্পোরেট ট্রেনার

পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৫)  সংস্থার নাম - Uplers

পোস্টের নাম -  গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাড়ি বসে কাজ করার সুযোগ।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ