ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।


আরও পড়ুনঃ Hindustan Copper Limited Recruitment

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ


১) সংস্থার নাম - Blue Aviations Services Pvt Ltd 

পোস্টের নাম - এয়ারপোর্ট কাউন্টার সেলস এক্সিকিউটিভ 

কমপক্ষে নবম শ্রেণী পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

অভিজ্ঞ/অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now



২) সংস্থার নাম - Grow With Amit

পোস্টের নাম - টেলিসেলস এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now




৩) সংস্থার নাম - Hotel Jobs in India 

পোস্টের নাম - হসপিটালিটি

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now



৪) সংস্থার নাম - The Rajbari Bawali Official

পোস্টের নাম - রিজার্ভেশন অ্যাসোসিয়েট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান, দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  লিঙ্ক Apply Now



৫) সংস্থার নাম - Bajaj Allianz

পোস্টের নাম - রিক্রুটার 

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ