ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমানে অনেক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হল, সঠিক সময়ে চাকরির সন্ধান পাওয়া। এই সমস্যার সমাধানে স্কিল বেঙ্গলে প্রতিনিয়ত বেসরকারি চাকরির খবর তালিকার আকারে প্রকাশিত হচ্ছে। 

তাই নিয়মিত আপডেট পেতে প্রতিদিন চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইটে। 

 

আরও পড়ুনঃ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

১) সংস্থার নাম - Rice Smart

পোস্টের নাম - টাইপিস্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now  

 

২) সংস্থার নাম - SkillEnable 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now

 

৩) সংস্থার নাম - IndiaMART InterMESH Limited 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এমবিএ ফ্রেশাররা আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - Talentwala 

পোস্টের নাম - সেলিব্রিটি ম্যানেজার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে samruddhi.d@talentwala.in

 

৫) সংস্থার নাম - Meensou India Pvt Ltd 

পোস্টের নাম - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে soumya@meesou.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ