ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম -  Cargill

পোস্টের নাম -  সেলস এক্সিকিউটিভ 

কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম -  Mondelez International

পোস্টের নাম -   সেলস এক্সিকিউটিভ - ই কমার্স 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম -   Ekspokon

পোস্টের নাম -  ক্লায়েন্ট সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে। 

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে info@ekspokon.com।

যোগাযোগ - 9830704446

 

 

৪) সংস্থার নাম -  Byju's

পোস্টের নাম -   বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

 

৫) সংস্থার নাম - Baidyanath Ayurved

পোস্টের নাম -   গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ