ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম -  CDC Printers

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট 

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

২) সংস্থার নাম -  Klarus Tech

পোস্টের নাম -  অ্যাকাউন্ট ম্যানেজার 

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সহ কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৩) সংস্থার নাম - Auto Mechanics

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে। 

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৪) সংস্থার নাম -  Clirnet

পোস্টের নাম -  প্রি সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
 
বাড়ি থেকে কাজ করার সুযোগ আছে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

 

৫)  সংস্থার নাম -  Sofomation

পোস্টের নাম -  বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ