ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না। তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।

 

আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম - Digitex Technologies 

পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

২) সংস্থার নাম - Nsuregrowth Management 

পোস্টের নাম - সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে ।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৩) সংস্থার নাম - Marriott Hotels

পোস্টের নাম - স্পা রিসেপশনিস্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৪) সংস্থার নাম - Optical Arc Pvt. Ltd.

পোস্টের নাম - টেলিকলার

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৩ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

 

৫) সংস্থার নাম - Westin Hotels & Resorts 

পোস্টের নাম - ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে  নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ