ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।


১) সংস্থার নাম -  RG Stone Urology & Laproscopy Hospital 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Tulip English School

পোস্টের নাম - এলিমেন্টারি ইংরেজি শিক্ষক

সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

মালদাতে নিয়োগ করা হবে ।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ফোন নম্বরে - 9497430628।


৩) সংস্থার নাম - Klizo Solutions Pvt Ltd 

পোস্টের নাম - ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Clirnet 

পোস্টের নাম - প্রিসেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের  লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - IndiaMART InterMESH Limited 

পোস্টের নাম - ফিল্ড সেলস এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৯ মাস অভিজ্ঞতা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ