ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

আজ আমরা আপনাদের জানাবো ৫ টি সংস্থায় কর্মী নিয়োগের খবর।




চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ



১) সংস্থার নাম - The Neotia University 

পোস্টের নাম - এক্সিকিউটিভ স্টুডেন্ট এফেয়ার্স 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম - Ultimate Digital Solutions Pvt Ltd 

পোস্টের নাম - বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৩) সংস্থার নাম - Stanley Black & Decker, Inc

পোস্টের নাম - সার্ভিস কাউন্সিলর

কমপক্ষে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম - Edu - Cater 

পোস্টের নাম - টেলি কাউন্সিলর

ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম - Tim D - Tim Digital

পোস্টের নাম - টেলি কলার কাম অফিস অ্যাডমিন

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কেবল মহিলারা আবেদনের যোগ্য।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ