ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ফ্রেশার হোক বা অভিজ্ঞ (Freshers or Experienced) - কাজের বাজারে প্রতিনিয়ত আপডেট সবাই চায়। কিন্তু কবে কোন কোম্পানিতে (Private Job Vacancy) কর্মী নিয়োগ হবে তার সঠিক দিশা সবার কাছে থাকে না। আর তারই সমাধানে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে প্রতিদিন দেওয়া হচ্ছে চাকরির সন্ধান।

Stay ahead in the job market with Skill Bengal! Get daily job search updates for fresher & experienced candidates. Find out when companies are hiring employees! Boost your job search with Skill Bengal's daily opportunities.


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ



১) সংস্থার নাম : Yubi

পোস্টের নাম : বিসনেস ডেভেলপমেন্ট ম্যানেজার

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৫ বছরের অভিজ্ঞতা সহ ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


২) সংস্থার নাম : iTech Ecommerce Pvt Ltd 

পোস্টের নাম : সেলস ম্যানেজার

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে bghosh@itechecommerce.com বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 8448211509/8448336073।


৩) সংস্থার নাম : GTech Web Solutions Pvt Ltd 

পোস্টের নাম : সিনিয়র সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৪) সংস্থার নাম : House of Edtech 

পোস্টের নাম : বিসনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ 

গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।

ফ্রেসার্সরা আবেদনের যোগ্য।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now


৫) সংস্থার নাম : Digi Magia

পোস্টের নাম : গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ - ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলকাতাতে নিয়োগ করা হবে।

আবেদনের লিঙ্ক Apply Now

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ