Private Job Updates | 5 September, 2023 | আজকের বেসরকারি চাকরির খবর
স্কিল বেঙ্গল ডেস্কঃ আপনি কি চাকরি খুঁজছেন ? কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক কোনও দিশা খুঁজে পাচ্ছেন না? এমনটা যদি হয় তাহলে এবার থেকে নজরে রাখুন স্কিল বেঙ্গল এর রোজকার চাকরির খবরে।
আরও পড়ুনঃ এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Pepplo Consulting
পোস্টের নাম - টেলি সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
২) সংস্থার নাম - HROne
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আমেদাবাদ এ নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৩) সংস্থার নাম - Disha Skill Training Services
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
মুম্বাইতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৪) সংস্থার নাম - CollegeBatch.com
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ - ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Spectra Technovision Pvt Ltd
পোস্টের নাম - সিনিয়র সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now