ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমানে অনেক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হল, সঠিক সময়ে চাকরির সন্ধান পাওয়া। এই সমস্যার সমাধানে স্কিল বেঙ্গলে প্রতিনিয়ত বেসরকারি চাকরির খবর তালিকার আকারে প্রকাশিত হচ্ছে।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

১) সংস্থার নাম - Ray & Martin

পোস্টের নাম - এডিটর

ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, বাংলা ও দর্শন বিষয়ের জন্য অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ এডিটর নিয়োগ করা হবে।

আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এর রেজাল্ট সহ সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - rayandmartin6@gmail.com

 

২)  সংস্থার নাম - Parul Prakashani Pvt Ltd 

পোস্টের নাম -  কনটেন্ট রাইটার, এডিটর,  পেজ লে আউট ডিজাইনার

বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে onlygds1751@gmail.com

 

আরও পড়ুনঃ সরকারি চাকরি চাই ? আজই ফর্ম ফিলাপ করুন

 

৩) সংস্থার নাম -  George Telegraph 

পোস্টের নাম -  অ্যাকাডেমিক কাউন্সেলর, কোর্স কো - অর্ডিনেটর

ডিজিটাল মার্কেটিং এবং ডিজিট্যাল জার্নালিজম এর জন্য কোর্স কো - অর্ডিনেটর নিয়োগ করা হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr@georgetelegraph.org

 

৪) সংস্থার নাম - Momtaz Begum Pharmacy College 

পোস্টের নাম -  প্রিন্সিপাল, শিক্ষক, স্টাফ

সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী থাকতে হবে এবং প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - Momtazbegumpharmacycollege@gmail.com

যোগাযোগ - 7890002321/8274007004

 

৫) সংস্থার নাম - Naturoveda India Pvt Ltd 

পোস্টের নাম - কনটেন্ট রাইটার, ডিজিট্যাল মার্কেটিং এক্সিকিউটিভ,  গ্রাফিক ডিজাইনার 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে hr.naturovedagroup@gmail.com

যোগাযোগ - 9836133886

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ