ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমানে অনেক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হল, সঠিক সময়ে চাকরির সন্ধান পাওয়া। এই সমস্যার সমাধানে স্কিল বেঙ্গলে প্রতিনিয়ত বেসরকারি চাকরির খবর তালিকার আকারে প্রকাশিত হচ্ছে।

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সব চাকরির খবর একসঙ্গে

 

১) সংস্থার নাম -  Krishna Hitech

পোস্টের নাম - সেফটি, QA & QC, সিভিল ইঞ্জিনিয়ার

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - tapas@krishnahitech.in

 

২)  সংস্থার নাম - Convex info systems

পোস্টের নাম - কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে convex@convexinfosystems.in

 

৩) সংস্থার নাম - Plasto Electronics 

পোস্টের নাম - স্টাফ

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে kamal@plastoelectronics.com

যোগাযোগ - 9036035550।

 

৪) সংস্থার নাম -  Hotel Kempton 

পোস্টের নাম - ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, স্টিউয়ার্ড, কুক, হাউসকিপিং রুম বয় 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

ঠিকানা - Hotel Kempton, 3 Marquis St., Kolkata - 700016

সময় - ১১টা থেকে ৩টে পর্যন্ত

যোগাযোগ - 7980395281।

 

৫) সংস্থার নাম - Rammohan Mission High School 

পোস্টের নাম - শিক্ষক

সাইকোলজি, গণিত, ফিজিক্স, ইংরেজি বিষয়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ বি.এড পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

ফ্রেশার্সরা আবেদনের যোগ্য।

আবেদনের জন্য ইমেল পাঠাতে হবে এই ইমেল আইডিতে - rmmhs.45@gmail.com

যোগাযোগ - 3335937038।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ