ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ প্রাইমারি টেট পরীক্ষায় যারা সফল হয়েছেন তাদের প্রথম দফার ইন্টারভিউ তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

যে সমস্ত পরীক্ষার্থী কলকাতা জেলা বাছাই করেছিলেন তাদের আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা নেওয়া হবে।

ইন্টারভিউর কল লেটার যেমন পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তেমনি পরীক্ষার্থীদের ই মেল এও পাঠিয়ে দেওয়া হবে।

বি এড স্পেশাল এডুকেশন, রিজার্ভড ক্যাটেগরি (৮২ নম্বর পাওয়া), পোস্ট গ্র্যাজুয়েট এ ৫০% পাওয়া ও বি এড করা, আপার প্রাইমারি প্যারা টিচার, আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৪ য় ৬ নম্বর পাওয়া পরীক্ষার্থী এবং ২০১৭ র রং আনসার কির জন্য অতিরিক্ত নম্বর বরাদ্দ করা – এমন পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউ নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সব চাকরির খবর একসঙ্গে

 

ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবেন এই সমস্ত ডকুমেন্ট – 

1) Admit Card of the TET

2) Downloaded Document of TET-qualification

3) Admit Card of Madhyamik Pariksha/Certificate thereof as proof of age.

4) Mark sheet and Certificate of Madhyamik or its equivalent examination issued by Board /Council.

5) Mark sheet and Certificate of Higher Secondary or its equivalent examination issued by Board /Council.

6) Mark sheet and Certificate of Two Year D. El. Ed/D.Ed. (Special Education)/B.Ed. or its Equivalent Examinations.

7) Mark sheet and Certificate of Graduation (BA/B.Sc./B.Com. etc) issued by University, if applicable.

8) Caste Certificate (SC/ST/OBC-A/OBC-B) issued by competent Govt. authority, if applicable.

9) PH certificate, as per Govt. rules, where applicable.

10) Exempted category-certificate issued by the competent Govt. authority, if applicable.

11) Ex-servicemen-certificate, if applicable.

12) First engagement letter issued by the Competent Govt. Authority as a para-teacher, where applicable

13) Experience certificate of a para-teacher issued by the D.P.O./S.D.O for counting of services and age -relaxation, where applicable.

14) All relevant testimonials and certificates, relating to co-curricular activities, as per recruitment rules, if any.

15) Voter ID/Aadhar Card.

16) One Passport size photograph, self-attested.


কলকাতা জেলার পরীক্ষার্থী যারা ইন্টারভিউ তে ডাক পেয়েছেন তাদের সম্পূর্ণ তালিকা –  SEE PDF file 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট - https://www.wbbpe.org/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ