প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্কঃ পুজোর আগেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল। চলতি বছরের ১১ ডিসেম্বর পরীক্ষা।
কারা আবেদন করতে পারবেন
NCTE নিয়ম অনুযায়ী যোগ্যতা রাখা হয়েছে।
আবেদনকারীদের ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এবং ডি এল এড ডিপ্লোমা থাকতে হবে।
অথবা, ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ ও চার বছরের বি এল এড ডিগ্রী থাকতে হবে।
এছাড়াও, উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ও রেহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকলেও এই পদে আবেদন করা যাবে।
পাশাপাশি স্নাতকে ৫০ শতাংশ নম্বর সহ বি এড রাও আবেদন এর যোগ্য।
তবে সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক এ ৫% নম্বরের ছাড় পাবেন।
৬০% নম্বর পেলে টেট ২০২২ পাশ করবেন।
SC/ST/OBC/EC/PH/DH/EX-SERVICEMEN হলে টেট এ ৫% নম্বরের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। ১৪ অক্টোবর, ২০২২ এর পর আবেদন শুরু।
আবেদন এর ফি ১৫০ টাকা।
আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ এ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE PDF file
কীভাবে আবেদন করবেন, যোগ্যতা ও পরীক্ষার বিস্তারিত তথ্য সবার আগে ঠিকঠাক তথ্য পেতে ফলো করুন স্কিল বেঙ্গল এর ফেসবুক পেজ।