ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম - II কলকাতা তে নিযুক্ত করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 অনুযায়ী।

মেয়াদ - ১ বছর।

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

ক) পশ্চিমবঙ্গে যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

২) গ্র্যাজুয়েট (সিভিল)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

৩) ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৬টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৫০০০/- টাকা

৪) ডিপ্লোমা (সিভিল)
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৫০০০/- টাকা

৫) এইচ আর এক্সিকিউটিভ
শূন্যপদ - ২টি
যোগ্যতা - পার্সোনেল ম্যানেজমেন্ট/পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (২ বছরের)/এমবিএ ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

৬) গ্র্যাজুয়েট (কম্পিউটার সায়েন্স)
শূন্যপদ - ২টি
যোগ্যতা -  কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি তে  বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

৭) সিএসআর এক্সিকিউটিভ
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সোশ্যাল ওয়ার্ক/রুরাল ডেভেলপমেন্ট/ম্যানেজমেন্ট এ মাস্টার্স ডিগ্রী থাকতে হবেস্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

৮) আই টি আই (ইলেকট্রিশিয়ান)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ১৩,৫০০/- টাকা

৯) গ্র্যাজুয়েট (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট শাখাতে বি.ই/বি.টেক/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ১৭,৫০০/- টাকা

 

আরও পড়ুনঃ Latest Govt Jobs | এক নজরে সপ্তাহের সরকারি চাকরির খবর

খ) সিকিম রাজ্যের ক্ষেত্রে যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২টি

২) গ্র্যাজুয়েট (সিভিল)
শূন্যপদ - ২টি

৩) ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২টি

৪) ডিপ্লোমা (সিভিল)
শূন্যপদ - ২টি

বয়স - বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, বহরমপুর, বীনাগুরি, বীরপাড়া, ডালখোলা, দূর্গাপুর, মালদা, মাইথন, রাজারহাট, শিলিগুড়ি, সুভাষগ্রাম, গড়বেতা ও কল্যাণী তে ট্রেনিং দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in এর মাধ্যমে ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।

তবে আবেদন করার আগে অবশ্যই https://apprenticeshipindia.gov.in বা https://portal.mhrdnats.gov.in তে রেজিস্ট্রেশন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট www.powergrid.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ