Powergrid Recruitment: কেন্দ্র সরকারের অধীন সংস্থায় কাজের সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্ক : পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (Powergrid Recruitment 2025) কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CC/02/2025।
আবেদন করতে হবে অনলাইনে ২৫ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - ফিল্ড সুপারভাইজার (সেফটি)
শূন্যপদ - ২৮টি
যোগ্যতা - সিভিল/মেকানিকাল/ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল/ফায়ার টেকনোলজি এন্ড সেফটি/পাওয়ার ইঞ্জিনিয়ারিং/পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রভৃতি ইঞ্জিনিয়ারিং শাখাতে ডিপ্লোমা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
বয়স - বয়স হতে হবে ২৫ মার্চ, ২০২৫ তারিখ অনুযায়ী ২৯ বছর।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৩,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা, টেকনিক্যাল নলেজ টেস্ট ও মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট powergrid.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট powergrid.in এর মাধ্যমে ২৫ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট powergrid.in।
Click Here to Apply for this Post
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।