পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
স্কিল বেঙ্গল ডেস্ক : আর মাত্র ৫ দিন বাকি! মাধ্যমিক পাশ হলেই পোস্ট অফিসে চাকরির সুযোগ পাওয়া যাবে। এখন ফর্ম ফিলাপ চলছে। আবেদনের শেষ তারিখ ৫ জুন ২০২২। মোট শূন্যপদ ৩৮,৯২৬ টি।
যে যে পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল -
১) পোস্ট - বিপিএম (ব্রাঞ্চ পোস্ট মাস্টার)
২) পোস্ট - এবিপিএম (অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার)
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Read Now
আরও পড়ুন-
আরও পড়ুন- প্লেন অবতরণ করালেন অনভিজ্ঞ যাত্রী, দেখুন রোমহর্ষক ভিডিও
যোগ্যতা - উভয় পোস্টের ক্ষেত্রেই গণিত ও ইংরেজি বিষয় সহ মাধ্যমিক পাশ হতে হবে।
এছাড়াও আঞ্চলিক ভাষাতে কথা বলা ও সাইকেল চালাতে জানা বাধ্যতামূলক।
আরও পড়ুন- আপনি কি ট্রেন যাত্রী? জেনে নিন কবে কোন শাখায় কোন কোন ট্রেন বাতিল
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আরও পড়ুন- দেখুন অশনির দাপটে ভেসে আসা সোনার রথের ভিডিও
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে গ্রামীণ ডাক সেবকের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in এর মাধ্যমে ৫ জুন, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুন- ওপর দিয়ে চলে যাক ট্রেন ,তাও মোবাইল ছাড়ব না- দেখুন রোমহর্ষক ভিডিও
আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন - https://www.skillbengal.com/newsbn?slug=post-office-huge-vacancy