Bank Recruitment: পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে ২৭০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে মোট ২৭০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ১৪ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ - ২৭০০টি
তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ ২৩৬টি।
যোগ্যতা - যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
ট্রেনিং এর মেয়াদ - ১ বছর
স্টাইপেন্ড - ব্রাঞ্চ ক্যাটাগরি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।
নির্বাচন পদ্ধতি :-
লিখিত পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেডিকেল এক্সামিনেশন এবং ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ২৮ জুলাই, ২০২৪।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.co.in বা http://bfsissc.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.co.in বা http://bfsissc.com এর মাধ্যমে ১৪ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে।
তবে NAPS/NATS এর পোর্টালে আবেদনকারীকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
ইন্টিমেশন চার্জ সহ আবেদন মূল্য ৮০০/- টাকা + GST। তবে মহিলা/এসসি/এসটির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৬০০/- টাকা + GST এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০০/- টাকা + GST।
টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.co.in বা http://bfsissc.com।