ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ করছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রাজ্যে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর অফিসে মোট  ৫৭৭ জন  নিয়োগ করা হবে। নিয়োগ এর দায়িত্বে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর - 51/2023। 

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে  প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৭ মার্চ, ২০২৩ এর মধ্যে।

 
 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসার

নিয়োগকারী দপ্তর - প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট

শূন্যপদ - ৪১৮টি

যোগ্যতা - যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

পে - স্কেল - লেভেল - ৮

 

২) অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার

নিয়োগকারী দপ্তর - প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট

শূন্যপদ - ১৫৯টি

যোগ্যতা - যে কোন বিষয়ে ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

পে - স্কেল - লেভেল - ১০

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রবেশন পিরিয়ড - ২ বছর

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement

কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in  এর মাধ্যমে ১৭ মার্চ, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ২৫/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ