কাগজের সামিয়ানা - রোজগার ষোলোআনা
কাগজ আবিষ্কার সভ্যতার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা৷ কারণ বিদ্যা বুদ্ধি জ্ঞান চেতনা এই সবকিছুরই বিচরণক্ষেত্র হল কাগজ৷ এ পৃথিবীর যা কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বা দার্শনিক আবিষ্কার, তার সাক্ষী হল কাগজ। বর্তমান সভ্যতার গুরুত্বপূর্ণ শিল্প পণ্যের মধ্যে একটি অন্যতম জিনিস হল কাগজ। বই, ম্যাগাজিন, সংবাদপত্র, ইত্যাদি ছাপার অপরিহার্য উপাদান কাগজ। লেখার অন্যতম উপকরন ছাড়াও কাগজের রয়েছে হাজারো ব্যবহার । তাই অত্যন্ত সম্ভাবনাময় গুরুত্বপূর্ন শিল্প এটি।
সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে থেকে খবরের কাগজ নেওয়া আর তারপর সেই পেপার পড়ার জন্য নির্দিষ্ট সময় ব্যয় করা অথবা ঘুমতে যাওয়ার আগে গল্পের বই বা পত্রিকা পড়া------ সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগজ পর্যন্ত আমরা নানা ভাবে কাগজ ব্যবহার করি। স্কুল কলেজের বই, ট্রেন বাসের টিকিট, অফিসের ফাইল, চিঠি, প্রিন্ট আউট বা সবথেকে গুরুত্বপূর্ণ টাকা --- এগুলো সবই প্রধানত কাগজের ওপর নির্ভরশীল। এগুলো আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। আপনি কখনও টাকা ছাড়া জীবন ভাবতে পারবেন ? পারবেন না। অর্থাৎ, অন্যভাবে আমরা বলতেই পারি কাগজ ছাড়া জীবন অচল।
লেখা দিয়ে কাগজের ব্যবহার শুরু হলেও যুগের প্রয়োজনের তালে তাল মিলিয়ে কাগজ নিজেই একটা শিল্পে পরিণত হয়ে গেল। প্রচলিত কাগজ শিল্প তো থাকবেই, পাশাপাশি কিছু কাগজজাত আরও অনান্য আকর্ষণীয় শিল্প নিয়ে আমরা এখানে আলোচনা করব যা থেকে আপনি ভালো পরিমাণ রোজগার এর দিশা খুঁজে পেতে পারেন।
প্রচলিত কাগজ শিল্পের পাশাপাশি কিছু কাগজজাত আকর্ষণীয় শিল্প
পেপার ম্যাশে
কাগজকে কিছুদিন ভিজিয়ে রেখে দিলে একধরনের মণ্ড তৈরি হয়। এই মণ্ড দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা যায় - যার চলতি নাম পেপার ম্যাসে। এই মণ্ডর সাথে আটা কিংবা ময়দা মেশালে তার ঘনত্ব বাড়ে ফলে আরও মজবুত করা যায় মণ্ডকে। এরপর সেটি দিয়ে হ্যান্ড-মেইড বিভিন্ন কাগজ বা মনের মত আসবাবও তৈরি করে এই পেশার দক্ষ কারিগররা।
অরিগ্যামি
অন্যতম জনপ্রিয় একটি কাগজ শিল্প হল অরিগ্যামি। মুলত জাপানেই এর প্রচলন শুরু হয়। জাপানি শব্দ ‘Ori’ এর অর্থ হল ‘ভাঁজ করা’ আর ‘Kami’ অর্থ ‘কাগজ’। অর্থাৎ কাগজকে ভাঁজ করে যে শিল্প, সেটাই আসলে অরিগ্যামি। আপনি একটি ছোট্ট চারকোণা কাগজকে ভাঁজ করে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন- হতে পারে সে নৌকা, হতে পারে লণ্ঠন বা হতে পারে আপনার পছন্দের জিনিস রাখার রঙিন বাক্স। জাপানে এর শুরু হলেও আমেরিকা, বাংলাদেশ বা ভারতও নেহাত কম যায় না এই শিল্পের নিত্যনতুন কারিকুরিতে।
মিক্স-মিডিয়া
মিক্স মিডিয়া শিল্পের নামটাই বলে দিচ্ছে এর কাজের ধরণ। এই শিল্পে বিভিন্ন ধরনের কাগজ, বোতাম, শুকনো ফুল, চুমকি, রং, সুতা বা কাপড়, পুতি, কাঠ ইত্যাদি অনেক কিছু ব্যবহার করে তাকে একটা রুপ দেওয়া হয়। স্ক্র্যাপবুকে সাধারণত এই মিক্স মিডিয়াই ব্যবহৃত হয়ে থাকে।
কুইলিং
ইচ্ছেমত মাপে কাগজের অনেকগুলো স্ট্রাইপ কেটে নিয়ে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নানানরকম আকার দিয়ে যে শিল্প,সেটিই কুইলিং। কুইলিং করতে গেলে আগে থেকেই একটি চিত্র মনের মধ্যে ফুটিয়ে তুলতে হয়। তারপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারের কাগজ কেটে তাকে শৈল্পিক দিক দেওয়া হয়।
কিরিগ্যামি
কিরিগ্যামি একটি জাপানি কাগজ শিল্প। ‘Kiru’ অর্থ কাটা আর ‘Kami’ অর্থ হল কাগজ। অর্থাৎ কাগজ কেটে শিল্প করা। মূলত কিরিগ্যামি অনেকটা অরিগ্যামির মতই। তবে অরিগ্যামিতেকাগজকে ভাঁজ করে শৈল্পিক রুপ দেওয়া হয়, কোন কাট-পেস্টের ব্যাপার থাকে না আর কিরিগ্যামিতে কাগজ কেটে সেটিকে অন্য কোন কিছুর সঙ্গে মিশিয়ে বা আগে পড়ে রেখে শৈল্পিক রুপ দেওয়া হয় ।
মূলত এইসব স্বল্প পরিচিত শিল্প গড়ে উঠেছে কাগজের হাত ধরে। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এই শিল্প। আর বাড়ছে লাভের পরিমাণ। হাসি চওড়া হচ্ছে এই শিল্পের সাথে জড়িতদের।