অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ১০০ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : অর্ডন্যান্স ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - কেমিক্যাল প্রসেস ওয়ার্কার
শূন্যপদ - ১০০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলে আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতন - ১৯,৯০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ আরও ৪ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://munitionsindia.co.in থেকে।
তারপর তা প্রিন্ট এর মাধ্যমে পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় -' The General Maneger, Ordnance Factory, Itrasi, Narmdapuram, Madhya Pradesh - 461122 '।
খামের উপর লিখতে হবে - ' TENURE BASED CPW PERSONNEL ON CONTRACT BASIS '
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://munitionsindia.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।