ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ অনলাইন ইন্টারভিউ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। করোনা মহামারীর কারণে সামনাসামনি অর্থাৎ অফলাইন ইন্টারভিউ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই পি এস সি কয়েকদিন আগে থেকেই অনলাইন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে। 

পি এস সি সূত্রে খবর, বেশ কিছু পরীক্ষার্থী এই অনলাইন ইন্টারভিউ প্রক্রিয়া তে যোগদান করেননি। ফর্ম ফিল আপ এর সময় পরীক্ষার্থীরা  যে মোবাইল নম্বর এবং  ই মেল আই ডি দিয়েছিলেন সেখানে পি এস সি'র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অনেকবার চেষ্টা করেও কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করা যায় নি। 

তাই আজ ( ১১/০৫/২০২১) থেকে ৩ দিনের মধ্যে পি এস সি'র অফিসিয়াল হেল্পলাইন নম্বর ( 7003792549) বা ই মেল আই ডি তে (email id pscwbit02@gmail.com) তাদের যোগাযোগ করার কথা জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যদি ৩ দিনের মধ্যে পি এস সি অফিসে যোগাযোগ না করে তাহলে তারা অনুপস্থিত বলে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তালিকা

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ