ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Limited Recruitment 2025) কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - HRAQ/REC-EX-B/2025-06।

আবেদন করতে হবে অনলাইনে ১৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



১) সুপরিন্টেন্ডিং জিওলজিস্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে।

বেতনক্রম - ৮০,০০০/- টাকা - ২,২০,০০০/- টাকা


২) ম্যানেজার (বিবিধ বিভাগ)

শূন্যপদ - ১৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে।

বেতনক্রম - ৮০,০০০/- টাকা - ২,২০,০০০/- টাকা


৩) সুপারিটেন্ডিং ইঞ্জিনিয়ার (বিবিধ বিভাগ)

শূন্যপদ - ৪০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

বেতনক্রম - ৮০,০০০/- টাকা - ২,২০,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।



নির্বাচন পদ্ধতি



কম্পিউটার বেসড টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, ফিটনেস টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন OIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.oil-india.com/advertisement-list



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে OIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.oil-india.com/advertisement-list এর মাধ্যমে ১৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা + আপ্লিকেবল চার্জ। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স- সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন OIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.oil-india.com/advertisement-list


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ