ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ করা হবে। কন্যাশ্রী প্রকল্পের জন্য এই নিযুক্তি হবে।

আবেদন করতে হবে অনলাইন ৪ আগস্ট,২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) অ্যাকাউন্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - অ্যাকাউট্যান্সি অনার্স সহ বি. কম গ্রাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি  কম্পিউটারে  MS office এ দক্ষতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন এ সার্টিফিকেট থাকতে  হবে।

স্প্রেড শিট, ট্যালি এবং প্রেজেন্টেশন এ দক্ষতা থাকা আবশ্যিক।

পারিশ্রমিক - ১৫০০০/- টাকা 

 

 

২) ডেটা ম্যানেজার

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - যে কোনো বিষয় গ্রাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন এ সার্টিফিকেট সহ প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

পারিশ্রমিক - ১১০০০/- টাকা 

 

আরও পড়ুনঃ আইনের গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

 

তবে সরকারি নিয়মবিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরী গুলির ক্ষেত্রে বয়সের ছার আছে।

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://murshidabad.gov.in।

 

নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসাবে এই নিয়োগ করা হবে।

 

মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট অফিসে নিযুক্ত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে জেলার অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে বা অফিসে গিয়ে জমা করতে হবে এই ঠিকানায় : "Kanyashree DPMU Office ( Room no.2, Kanyashree & Kanyashree cell of Murshidabad collectorate, New building of Berhampore,Barrack square,)Murshidabad,Pin - 742101" ।

 

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না। একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট murshidabad.gov.in |

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ