ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ উচ্চমাধ্যমিক এর পর যে কোনও পেশাদারি কোর্সে ভর্তির সময় চাকরির নিশ্চয়তা সবার আগে দেখা হয়। কোভিড পরবর্তী পরিস্থিতিতে অন্যান্য চাকরির বাজার খারাপ হলেও কাজের নিশ্চয়তার দিক থেকে অন্যান্য পেশাদারি কোর্সের থেকে নার্সিং কোর্স (Nursing Course) অনেকটাই এগিয়ে। আর সে কারণেই ছাত্র ছাত্রীদের মধ্যে এই পেশায় আসার প্রবণতা বেড়েছে। 

তবে যে কোনও কোর্সে ভর্তির আগে প্রতিষ্ঠানের গুণগত মান সহ বেশ কিছু জিনিস যাচাই করে নেওয়া দরকার। কিন্তু কিভাবে তা করবেন এটাই অভিভাবক সহ ছাত্র ছাত্রীদের কাছে বড় সমস্যা। এই প্রতিবেদনে তাই “Skill Bengal” এর পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল। একদম শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়লে নার্সিং কোর্সের অনেক তথ্যই আপনার জানা হয়ে যাবে। আর এর ফলে নার্সিং (Nursing Course) কোর্সে ভর্তির আগে আপনি অনেকটাই সচেতন হয়ে যাবেন। 

 

১) প্রথমেই জেনে নেওয়া যাক কোন যোগ্যতায় কত ধরনের নার্সিং কোর্স করা যায় ?

 

কেমন কি যোগ্যতা থাকলে নার্সিং এর কোন কোর্স এ ভর্তি হওয়া যাবে তা তালিকার আকারে এখানে দেওয়া হল - 

Sl No     যোগ্যতা  কোর্স      মেয়াদ 
উচ্চমাধ্যমিক ANM    ২ বছর
উচ্চমাধ্যমিক  GNM    ৩ বছর
উচ্চমাধ্যমিক Bsc    ৪ বছর
GNM ডিপ্লোমা Post Basic Diploma      ১ বছর 
GNM ডিপ্লোমা  Post Basic Bsc ২ বছর 
Bsc বা  Post Basic Bsc Msc ২ বছর

 

উল্লিখিত অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি রাজ্যের প্রবেশিকা পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়। যেমন ANM, GNM এর ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স আর GNM এর ক্ষেত্রে JENPAS UG দিতে হয়। ১৭ থেকে ৩৫ বছর বয়স আর অ্যাকাডেমিক যোগ্যতা থাকলে ছেলে মেয়ে সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। 

মোটামুটি কেমন কি যোগ্যতা থাকলে কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মিলতে পারে তা তো জানলেন। তবে কোন কলেজে কি ধরনের কোর্স করানো হয় তার তথ্য এই প্রতিবেদনের শেষে রয়েছে। 

মনে রাখতে হবে,  শুধুমাত্র অ্যাকাডেমিক ও প্রবেশিকা পরীক্ষার যোগ্যতা থাকলেই যে কোনও কোর্সে ভর্তি হওয়া উচিত নয়। তার জন্য দরকার হয় স্পেশাল কাউন্সেলিং। 

কারণ ভর্তির আগে জানা দরকার যে নার্সিং পড়বে তার জন্য আদৌ এই কোর্স উপযুক্ত তো ? কোন কলেজে ভর্তি হলে সব দিক থেকেই সুবিধে – এই সমস্ত তথ্য কাউন্সেলিং এর মাধ্যমেই জানা যায়।   কিন্তু মুশকিল হল নার্সিং কোর্সের কাউন্সেলিং কোথাও তেমন একটা হয় না। 

আর তাই অনেক অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের সঠিক দিশা দেখাতে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে শুরু করা হয়েছে নার্সিং কোর্সের স্পেশাল কাউন্সেলিং। না এর জন্য কোনও টাকা পয়সা লাগবে না। সম্পূর্ণ ফ্রি তে এই কাউন্সেলিং করা যাবে। অনলাইন বা অফলাইনে ফ্রি তে এই সুযোগ নিতে হলে আগে থেকে বুকিং করতে হবে এই নম্বরে- 8981410223 

 

২) নার্সিং কলেজ ও তার কোর্স আদৌ স্বীকৃত তো ? বুঝবেন কি করে ?

 

ANM নার্সিং কেবলমাত্র সরকারি কলেজে করানো হলেও GNM, Bsc বা নার্সিং এর অন্যান্য কোর্স গুলি প্রাইভেট নার্সিং কলেজেও করানো হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাইভেট নার্সিং কলেজ এবং তার কোর্স টি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃত হতেই হবে। অন্যথায় পরবর্তীকালে চাকরি পেতে সমস্যা হবে। কারণ স্বীকৃত কোর্স ছাড়া সরকারি ক্ষেত্রে তো চাকরি মিলবেই না, এমনকি প্রাইভেট নার্সিং হোমেও চাকরি পেতে গেলে স্বীকৃত প্রতিষ্ঠানের সার্টিফিকেট লাগে। তাই কলেজে ভর্তির আগে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন। 

তবে পশ্চিমবঙ্গ ছাড়া রাজ্যের বাইরের কোনও নার্সিং কলেজে ভর্তি হতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি ছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিলের স্বীকৃত হওয়া চাই। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ।

ধরুন আপনি ভাবলেন ব্যাঙ্গালোরের কোনও নার্সিং কলেজে পড়াবেন। তাহলে ব্যাঙ্গালোর যেহেতু কর্ণাটক রাজ্যের মধ্যে তাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি সহ কর্ণাটক নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি আছে কিনা তা যাচাই করে নিতে হবে আপনাকে। 

 

এবার আপনি ভাবছেন এত সব তথ্য যাচাই করব কিভাবে ? আপনার সুবিধার জন্য সরকারি ওয়েবসাইট এর লিঙ্ক নীচে দেওয়া হল – 

 

১) ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট - https://wbnc.in/  

২) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.indiannursingcouncil.org/  

৩) কর্ণাটক নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট – http://www.ksnc.karnataka.gov.in/ 

আপনি প্রথমে নিজে যাচাই করে নিন। যদি প্রয়োজন হয় গাইডেন্সের তাহলে ফোন করে যে কোনও একদিন আমাদের অফিসে আসতে পারেন। না চিন্তার কোনও কারণ নেই, ছাত্র ছাত্রীদের জন্য আমরা ফ্রি তেই এই সার্ভিস দিয়ে থাকি। যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 8981410223

 

৩) কলেজের পরিকাঠামো

 

এবার আসা যাক কলেজের পরিকাঠামোর দিক।  নার্সিং এর যে কোর্সে পড়াবেন সেই যোগ্যতা রয়েছে আর যে কলেজে পড়াবেন সেটিও স্বীকৃত । এরপর কিন্তু আপনাকে দেখতে হবে কেমন কি সুযোগ সুবিধে রয়েছে কলেজে – যেমন পড়াশুনোর মান, কলেজের নাম ডাক, ইন্টার্নশিপের সুযোগ  বা হাতেকলমে কাজ শেখার কেমন কি সুযোগ রয়েছে। অনেক কলেজেরই নিজস্ব প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম রয়েছে। আবার অনেক কলেজের নিজস্ব না থাকলেও অন্য কোনও  প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম এর সঙ্গে টাই আপ রয়েছে ছাত্র ছাত্রীদের ইন্টার্নশিপের জন্য। এক্ষেত্রে কলেজে গিয়ে বা পাঠরত ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে বা পাশাপাশি খোঁজ নিয়ে জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 

 

আজ এ পর্যন্তই। এর পরের প্রতিবেদনে ANM, GNM, Bsc বা নার্সিং এর অন্যান্য কোর্সের আরও বিস্তারিত তথ্য যেমন – 

 

১) রাজ্যের কোন কলেজে নার্সিং এর কোন কোর্স করানো হয় তার সম্পূর্ণ তথ্য 

২) কোন কলেজে কতগুলি সিট

৩) কোন কোর্স পড়লে কি ধরনের চাকরি হয়

৪) আনুমানিক খরচ সহ আরও অন্যান্য তথ্য দেওয়া হবে।

 

সঠিক তথ্য ও পরের প্রতিবেদন পড়তে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজইউটিউব চ্যানেল 

 

নার্সিং কোর্সে ভর্তির জন্য গাইডেন্স এর প্রয়োজন হলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন Skill Bengal এর এই নম্বরে  8981410223

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ