NTRO recruitment: কেন্দ্রীয় রিসার্চ সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - অ্যানালাইসিস্ট এ
শূন্যপদ - ৩৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ও আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ মে, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NTRO এর অফিসয়াল ওয়েবসাইট ntro.gov.in ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মে, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NTRO এর অফিসয়াল ওয়েবসাইট ntro.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - 'The Director (Establishment), National Technical Research Organisation, Block - III, Old JNU Campus, New Delhi - 110067 '।
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF ANALYST-A '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NTRO এর অফিসয়াল ওয়েবসাইট ntro.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।