ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এন টি পি সি লিমিটেডে (NTPC LIMITED Recruitment 2025) এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে।  বিজ্ঞপ্তি নম্বর - 07/2025।

আবেদন করতে হবে অনলাইনে ২৫ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে।



পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য



পোস্টের নাম - এক্সিকিউটিভ (হসপিটাল এডমিনিস্ট্রেশান)

শূন্যপদ - ১৫টি

যোগ্যতা -  সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ৭১,০০০/- টাকা



নির্বাচন পদ্ধতি



ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NTPC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in

চুক্তিভিত্তিক মেয়াদে এই নিয়োগ করা হবে।



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে NTPC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in এর মাধ্যমে ২৫ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/ মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

অনলাইন/অফলাইন দুটি মাধ্যমেই টাকা জমা করতে পারবেন।


অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NTPC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ