ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU UG Admission)। প্রতিটি কোর্সের মেয়াদ ৩ বছর। তবে একবার রেজিস্ট্রেশান করলে তার মেয়াদ থাকবে ৬ বছর পর্যন্ত। 

এখন ভর্তি শুরু হয়েছে । আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ১১ আগস্ট। 

 

কোন কোন বিষয়ে ভর্তি

 

বি কম সহ বি এ এবং বি এস সি’র বিভিন্ন বিষয়ে ভর্তি নেওয়া হবে। 

 

 

বি.এ কোর্স এ ভর্তি নেওয়া হবে এই সমস্ত বিষয়ে - 

১) বাংলা

২) ইংরেজি

 ৩) ইতিহাস

৪) পলিটিক্যাল সায়েন্স

৫) পাবলিক অ্যাডিমিনিস্ট্রেশন

৬) সোসিওলজি এবং 

৭) ইকোনমিকস

 

 

বি.এসসি কোর্স এ ভর্তি নেওয়া হবে এই সমস্ত বিষয়ে - 

১) ফিজিক্স

২) কেমিস্ট্রি

৩) গণিত

৪) ভূগোল

৫) জুওলজি এবং 

৬) বোটানি 

 

যোগ্যতা

 

 

ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি ও বোটানি বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর থাকতে হবে এবং ভূগোল, গণিত ও জুওলজি বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে উচ্চ মাধ্যমিকে ৫০% নম্বর থাকতে হবে। 

বাকি বিষয়গুলির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। 

 

কোর্সের ফি

 

গণিত – ৫০৭৫ টাকা। ভূগোল এবং বোটানি – ৫৪৭৫ টাকা। ফিজিক্স, কেমিস্ট্রি ও জুলজি – ৫৬৭৫ টাকা। বাকি বিষয়গুলির ক্ষেত্রে ৩৭৭৫ টাকা। তবে ভর্তির সময় একসঙ্গে সম্পূর্ণ কোর্স ফি দিতে হবে না। এক তৃতীয়াংশ ফি দিতে হবে। 

 

কীভাবে আবেদন করবেন

 

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU UG Admission) এ ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে ১১ আগস্ট এর মধ্যে। 

 

আবেদনের লিঙ্কঃ http://www.bdp.wbnsouadmissions.com/

 

অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি বাংলায় পড়ুনঃ Download PDF File   

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটঃ http://www.wbnsou.ac.in/ 

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ