ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রিসার্চ প্রজেক্টে -  প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

আরও পড়ুন - 

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী উল্লেখিত তারিখের মধ্যে। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ MLIS ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

ইন্টার্নশিপের মেয়াদ - ৬ মাস

মাসিক ভাতা - ৭০০০/- টাকা

আবেদনের শেষ তারিখ - ৩০ মে, ২০২২

যে ইমেলে আবেদন করতে হবে - barna.chakrabarti@gmail.com

আরও পড়ুন - অগ্রগামী পুলিশ নিয়োগের ইন্টারভিউ ৬ জুন

 

অপর একটি বিষয়ের প্রজেক্টের ক্ষেত্রে -

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ রুরাল ডেভেলপমেন্ট/রুরাল ম্যানেজমেন্ট/রুরাল স্টাডিজ/সোসিওলজি/আন্থ্রোপোলজি/ ওমেন স্টাডিজ বিষয়ে এমএসডব্লিউ/ এম. এ ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১০ জুন, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

ইন্টার্নশিপের মেয়াদ - ৫ মাস।

মাসিক ভাতা - ৮০০০/- টাকা

আবেদনের শেষ তারিখ - ১০ জুন, ২০২২

যে ইমেলে আবেদন করতে হবে - garai.monojit@wbnsou.ac.in

আরও পড়ুন - আজব নেশায় খোয়া গেল আঙুল, দেখুন ভাইরাল ভিডিও

 

প্রতিটি বিষয়ের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

কাজের জন্য বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্ক করতে যেতে হতে পারে।

নির্বাচন পদ্ধতি

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

যে সকল প্রার্থী ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হবেন তাদের জানিয়ে দেওয়া হবে।

অস্থায়ী হিসেবে চুক্তির মেয়াদে এই নিয়োগ করা হবে।

আরও পড়ুন - মৈত্রী বন্ধন এ ফের আবদ্ধ হতে চলেছে দুটি দেশ


আবেদন পদ্ধতি

প্রজেক্ট অনুযায়ী আবেদন করতে হবে উল্লেখিত তারিখের মধ্যে। আবেদনের জন্য সিভি সহ অন্যান্য

প্রয়োজনীয় তথ্যাদি সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে এই ইমেল আইডিতে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbnsou.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ