ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ডেপুটি রেজিস্ট্রার (ফাইন্যান্স)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

যেখানে কমপক্ষে ৫ বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী কমপক্ষে ৩৫ বছর।

বেতনক্রম - ৭৯,৮০০/- টাকা

 

২) সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর।

বেতনক্রম - ৩৭,১০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ১ বছর। কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে প্রবেশন পিরিয়ড বৃদ্ধি পেতে পারে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in এর থেকে।

আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Registrar of the University at DD-26, 5th floor, Saltlake City, Sector -I, Kolkata - 700064 '।

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৫০০/- টাকা।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " Netaji Subhas Open University " payable at Kolkata ' ।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ