NSOU Recruitment: বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ফ্যাকাল্টি (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন)
যোগ্যতা - পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি বিষয়ে নিয়ম বিধি অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
ইন্টারভিউ এর তারিখ - ৩ মার্চ, ২০২৩ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
২) ফ্যাকাল্টি (স্পেশাল এডুকেশন)
যোগ্যতা - UGC নিয়মবিধি অনুযায়ী।
ইন্টারভিউ এর তারিখ - ৬ মার্চ, ২০২৩
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
ঠিকানা - Board Room, 3rd floor, Head Quarters of NSOU, DD - 26, Saltlake, Sector - I, Kolkata - 700064
ইন্টারভিউ এর সময় সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদি অবশ্যই নিয়ে যেতে হবে।
অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন মূল্য ১০০০/- টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় -' in favour of Netaji Subhas Open University payable at Kolkata '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।