ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ ২০২৩ এ বৃত্তিমূলক শিক্ষা বিভাগের অন্তর্গত বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে। কোর্স করে আই টি ইন্ডাস্ট্রিতে আরো সহজে কাজ পাওয়ার সুযোগ।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

কোর্সের নাম - মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স ডিপ্লোমা

যোগ্যতা - সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ের আন্ডার গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

কোর্সের মেয়াদ - ১ বছর

কেবল মাত্র রবিবার করে ক্লাস করানো হবে।

জলপাইগুড়ির ক্যাম্পাসে কোর্স করানো হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করে তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' NSOU Regional Centre, Jalpaiguri (On Campus), Patkata, Kotwali, Jalpaiguri - 735102 '

কোর্স ফি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbnsou.ac.in বা ইমেল করতে পারেন এই মেল আইডিতে sntndm@gmail.com অথবা ফোন করতে পারেন এই নম্বরে - 03561 257 012।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ