ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - R-2/DR/2023।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ মার্চ, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

 

১) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেক/ ফ্যাকাল্টি)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ 

 

২) সেকশন অফিসার (অ্যাডমিন)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা 

 

৩) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.কম পাশ এবং ICWA ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা বি.কম পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা 

 

৪) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বি.কম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ মার্চ, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NPTI এর অফিসিয়াল ওয়েবসাইট www.npti.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় -  ' Director, National Power Training Institute, NPTI Complex, Sector - 33, Faridabad, Haryana, Pin - 121003 '।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০০/- টাকা। এসসি/এসটি এর ক্ষেত্রে ১০০০/- টাকা।

অন্যান্য সকল পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১৫০০/- টাকা। এসসি/এসটি এর ক্ষেত্রে ৭৫০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of NPTI, Faridabad payable at SBI Sarai Khwaja, Faridabad '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NPTI এর অফিসিয়াল ওয়েবসাইট www.npti.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ