ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NAPS/HRM/APPRENTICE - ITI/01/2023।

আবেদন করতে হবে অনলাইনে ১৮ জুলাই, ২০২৩ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 এবং Apprenticeship Rules, 1992 অনুযায়ী।

মেয়াদ - ১ বছর

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) ফিটার

আসন সংখ্যা - ২৫টি

২) ইলেকট্রিশিয়ান

আসন সংখ্যা - ১৬টি

৩) ইলেকট্রনিক মেকানিক্স

আসন সংখ্যা - ৯টি

 

 

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে। পাশাপাশি উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৩৭ সেমি, ওজন - ২৫.৪ কেজি এবং বুকের ছাতির মাপ ৩.৮ সেমি।

 

বয়স - বয়স হতে হবে ১৪ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৪ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

স্টাইপেন্ড - সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের আই টি আই কোর্স পাশ করলে ৭,৭০০/- টাকা প্রদান করা হবে। 

বা, দুই বছরের আই টি আই কোর্স পাশ করলে ৮,৮৫৫/- টাকা প্রদান করা হবে।

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in এর মাধ্যমে ১৮ জুলাই, ২০২৩ এর মধ্যে।

তবে আবেদন করার আগে https://www.apprenticeshipindia.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে।

 

পাশাপাশি আবেদন পত্রের প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও ছবি নিয়ে খামে পুরে ৮ আগস্ট, ২০২৩ এর মধ্যে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - Dy. Manager (HRM), Narora Atomic Power Station, Plant Site, Narora, PO : NAPP Township, Narora, Bulandshahr - 203389।(HRM), Narora Atomic Power Station, Plant Site, Narora, PO : NAPP Township, Narora, Bulandshahr - 203389।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.npcilcareers.co.in

 

প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ