NOTTO Recruitment: ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনে কর্মী নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - কনসালট্যান্ট (কো - অর্ডিনেশন)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - বায়োলজিক্যাল সায়েন্স/মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক বিষয়ে মেডিক্যাল গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা
তবে নন - মেডিক্যাল ক্যান্ডিডেট দের ক্ষেত্রে পারিশ্রমিক - ৫০,০০০/- টাকা (মাসিক)।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের মান এবং প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ।
ইন্টারভিউ নেওয়া হবে ১৬ জুন, ২০২৩ তারিখে। সময় - সকাল ৯টা।
ঠিকানা - National Organ and Tissue Transplant Organization, 4th & 5th floor, NIOP building, VMMC & Safdarjung Hospital, New Delhi - 110029
সিভি সহ প্রয়োজনীয় তথ্যাদি ১০ জুন, ২০২৩ এর মধ্যে পাঠাতে হবে এই ইমেল আইডিতে dir@notto.nic.in এ।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NOTTO এর অফিসিয়াল ওয়েবসাইট notto.mohfw.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।