ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে কেবলমাত্র মেধার ভিত্তিতে অনলাইনে ভর্তি নিতে হবে।

ভর্তির জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। 

 

আরও পড়ুনঃ 

 

বিজ্ঞপ্তি অনুযায়ী,  আবেদনপত্র, প্রসপেকটাস, ডকুমেন্ট আপলোড বা স্ক্যান এর জন্য ছাত্র ছাত্রীদের থেকে কোনও টাকা পয়সা নেওয়া যাবে না।

যোগ্য ছাত্র ছাত্রীদের ফোন , ই মেল বা চিঠি মারফৎ কলেজ / বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নিজেরাই সরাসরি  যোগাযোগ করবে। 

তবে উল্লিখিত নিয়ম B.Ed., B.P.Ed., M.Ed., or M.P.Ed. etc কোর্সের জন্য নয়।

এক্ষেত্রে ভর্তির নিয়ম কানুন সম্পর্কে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে – Read Now

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির দিনক্ষণ 

স্নাতক স্তর

১) অনলাইনে ভর্তি শুরু ১৮ জুলাই 
২) অনলাইনে ভর্তির শেষ তারিখ ৫ আগস্ট 
৩) মেধা তালিকা প্রকাশ – ১৬ আগস্ট
৪) ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে
৫) প্রথম সেমেস্টার শুরু – ১৯ সেপ্টেম্বর । 

স্নাতকোত্তর স্তর (প্রথম বর্ষে ভর্তি)

স্নাতকের শেষ সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করতে হবে ৩১ আগস্টের মধ্যে। 

১) অনলাইনে ভর্তি শুরু ১ সেপ্টেম্বর 
২) অনলাইনে ভর্তির শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর 
৩) মেধা তালিকা প্রকাশ করতে হবে ২০ সেপ্টেম্বর এর মধ্যে
৪) ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২১ অক্টোবর  এর মধ্যে
৫) প্রথম সেমেস্টার শুরু – ১ নভেম্বর । 

ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে। ঠিকানা - https://banglaruchchashiksha.wb.gov.in/ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ