ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান রেলওয়েতে (Indian Railway Recruitment) বিভিন্ন ট্রেডে মোট ১৭৯১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।

যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কারপেইন্টার, মেসন সহ আরও বিবিধ।




মোট শূন্যপদ - ১৭৯১টি


যে যে ডিভিশনে নিয়োগ করা হবে সেগুলি হল - 


১) ডিআরএম অফিস, আজমের

শূন্যপদ - ৪৪০টি


২) ডিআরএম অফিস, বিকানের

শূন্যপদ - ৪৮২টি


৩) ডিআরএম অফিস, জয়পুর 

শূন্যপদ - ৫৩২টি


৪) ডিআরএম অফিস, যোধপুর

শূন্যপদ - ৬৭টি


৫) বিটিসি ক্যারেজ, আজমের

শূন্যপদ - ৯৯টি


৬) বিটিসি লোকো, আজমের

শূন্যপদ - ৬৯টি


৭) ক্যারেজ ওয়ার্কশপ, বিকানের 

শূন্যপদ - ৩২টি


৮) ক্যারেজ ওয়ার্কশপ, যোধপুর

শূন্যপদ - ৭০টি


যোগ্যতা -  কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ (10th pass) ও সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই  (ITI Pass) হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১০ ডিসেম্বর, ২০২৪ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী প্রদান করা হবে।



নির্বাচন পদ্ধতি 



আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

বিস্তারিত তথ্য জানতে দেখুন RRC/Jaipur এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in



আবেদন পদ্ধতি 



আবেদন করতে হবে অনলাইনে RRC/Jaipur এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in এর মাধ্যমে ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে।


আবেদনের লিঙ্ক ও বিস্তারিত তথ্যঃ Read Now


প্রতিটি ক্ষেত্রেই আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRC/Jaipur এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ