IACS Recruitment: রিসার্চ ইনস্টিটিউট এ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IACS) এ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IACS/ADVT/P/05/1167।
আরও পড়ুনঃ সরকারি দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা
২) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা
৩) অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৪৪,৯০০/- টাকা
৪) অ্যাসিস্ট্যান্ট (F & A)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৪৪,৯০০/- টাকা
৫) PA টু রেজিস্ট্রার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা এবং/অথবা স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৪৪,৯০০/- টাকা
৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - বি
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা/ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা/বি.এসসি ডিগ্রী সহ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ৪৪,৯০০/- টাকা
৭) আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন - ২৯,২০০/- টাকা
৮) মাল্টি টাস্কিং স্টাফ (টেকনিক্যাল)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন - ১৮,০০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IACS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iacs.res.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে IACS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iacs.res.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S.C Mullick Road, Kolkata - 700032 '।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসটি/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ৫০০/- টাকা।
টাকা জমা করতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE " payable at Kolkata '।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।
অফিসয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IACS এর অফিসিয়াল ওয়েবসাইট www.iacs.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ